অবসরে মারিয়ো মানজুকিচ

|

অবসরের ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ খেলা মারিয়ো মানজুকিচ।

পেশাদার ফুটবল কে বিদায় বললেন ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপের ফাইনালে খেলা মারিও মানজুকিচ।

গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে তার ইনস্টাগ্রাম থেকে করা পোস্টে সব ধরনের পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

চোটের সাথে বেশ কিছু দিন ধরে লড়ে যাচ্ছিলেন বায়ার্ন মিউনিখ ও য়্যুভেন্টাসের সাবেক এই ফরোয়ার্ড। ২০১০ সালে ডায়নামো জাগরেবের হয়ে ক্যারিয়ার শুরু হয় মানজুকিচের। এরপর ভলফসবুর্গ হয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন তিনি।

২০১৩ সালে মানজুকিচের গোলেই বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতে ব্যাভারিয়ানরা। পরের অ্যাটলেটিকো মাদ্রিদ ও য়্যুভেন্টাসের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। দেশের হয়ে ৮৯ ম্যাচ মানজুকিচ গোল করেছেন ৩৩ টি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply