কাশ্মিরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার ঘোষণা তালেবানের

|

তালেবান মুখপাত্র সুহাইল শাহিন

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ভারতশাসিত কাশ্মির নিয়ে মন্তব্য করলো তালেবান। তারা কাশ্মিরে বসবাসরত মুসলিমদের ব্যাপারে আওয়াজ তুলবে বলে জানিয়েছে। শুক্রবার(৩ সেপ্টেম্বর) তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

তিনি বলেন, একজন মুসলিম হিসেবে ভারতের কাশ্মির ও অন্য যেকোনো দেশের মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার তালেবানের রয়েছে। তবে, কোনো দেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালানোর নীতি তালেবানের নেই।

তালেবানের আরেক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানভিত্তিক এক টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি সব সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানকে একত্রে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি।

অন্যদিকে, সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন-নিউজ ১৮-এর সঙ্গে আলাপে তালেবান নেতা আনাস হাক্কানি বলেছিলেন, কাশ্মির তাদের আওতাভুক্ত বিষয় নয়। কাশ্মির নিয়ে হস্তক্ষেপ তাদের নীতিবিরোধী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply