চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরও এক রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগী একজন ৩৫ বছর বয়স্ক নারী। তিনি নগরীর হালিশহর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, আক্রান্ত নারী গত তিন দিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তবে তিনি কখনোই করোনায় আক্রান্ত হননি বলে দাবি করেন। হাসপাতালে ভর্তি হলে তার লক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তিনি মিউকরমাইকোসিস বা ব্ল্যাকফাঙ্গাসে আক্রান্ত বলে নিশ্চিত হন চিকিৎসকরা।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সুযত পাল বলেন, শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে করোনা আক্রান্ত হননি বলেই আমাদের জানান। তারপরও তার শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়। বর্তমানে তিনি ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। আক্রান্ত রোগী ডায়াবেটিসে আক্রান্ত বলেও জানান এ চিকিৎসক।
এ নিয়ে চট্টগ্রাম ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত মোট তিনজন রোগী শনাক্ত হয়েছেন। এরই মধ্যে আক্রান্ত প্রথম জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন।
/এসএইচ
Leave a reply