প্রথম বাংলাদেশি হিসেবে যে রেকর্ডের সামনে মাহমুদউল্লাহ

|

ছবি: সংগৃহীত

অধিনায়কত্বের দিক দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজাকে আগেই টপকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার দেশের হয়ে এই ফরম্যাটে প্রথম শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে তিনি।

আগামিকাল (৫ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ খেললেই এ রেকর্ড গড়বেন রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে এর আগে একশর বেশী ম্যাচ খেলেছেন বিশ্বের আর মাত্র ৭ ক্রিকেটার।

সংক্ষিপ্ত ফরম্যাটে অধিনায়ক হিসেবে মাশরাফি ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ১০টি। অপরদিকে মাহমুদুল্লাহ এখন পর্যন্ত ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ১২টি। এছাড়াও ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৮টি জয় পেয়েছিলেন মুশফিকুর রহিম ও ২১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৭টি জয়ের স্বাদ পেয়েছেন সাকিব আল হাসান।

২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিলো এই অধিনায়কের। ৯৯ ম্যাচ খেলে ব্যাট হাতে ৫ ফিফটিতে করেছেন ১৭০১ রান। বোলিংয়ের হাতটাও মন্দ নয় রিয়াদের। ডানহাতি অফস্পিনে নিয়েছেন ৩২টি উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply