ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন শিক্ষাবিদ ড. জাফর ইকবালকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁর ব্যান্ডেজ পরিবর্তন ও ক্ষত স্থানে ড্রেসিং করা হয়। এরপর অন্যান্য প্রক্রিয়া শেষ করে কেবিনে নেয়া হয়।
এ প্রক্রিয়া তত্ত্বাবধান করেছে অধ্যাপক জাফর ইকবালের চিকিৎসায় গঠিত ৫ সদস্যের মেডিকেল বোর্ড। সিএমএইচের চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।
চিকিৎসকরা আরও জানান, জাফর ইকবালের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। হাসপাতালের বিছানাতেই সুবিধামত তিনি পড়ালেখাও করছেন। দ্রুত বাসায় ফিরতেও আগ্রহী তিনি।
কেবিনে নেয়া হলেও তাঁর সাথে দর্শনার্থীদের সাক্ষাৎ নিয়ন্ত্রণেই রাখা হয়েছে। সিএমইএচ সূত্র বলছে, চিকিৎসার স্বার্থেই এটি করা হয়েছে। ৮ থেকে ১০ দিনের মধ্যে সেলাই কাটা হবে। আর এখনই বাড়ি ফেরার মত অবস্থায় আছেন ড. জাফর ইকবাল। তবে কবে বাড়ি ফিরবেন তা তার পরিবারের সিদ্ধান্ত। আর চিকিৎসকরা বলছেন, পরিবার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তাঁকে বাধ্যতামূলক বিশ্রামে থাকতে হবে।
Leave a reply