বেঁচে থেকেও মৃত সুমিত্রা রাণী দাস!

|

বেঁচে থেকেও কাগজে কলমে মৃত সুমিত্রা রানী দাস।

দিব্যি বেঁচে আছেন অথচ জাতীয় পরিচয়পত্রে মৃত পাবনার সুমিত্রা রাণী দাস। ইসির তথ্য হালনাগাদের ভুলে এখন টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না সুমিত্রা। আছেন চাকরি খোয়ানোর ভয়ে। ভুল সংশোধনে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে হচ্ছেন হয়রানির শিকার। সুমিত্রা রাণী থাকেন বেড়া পৌর এলাকার টিনশেড ভাড়া ঘরে। একমাত্র উপার্জনক্ষম স্বামী মারা গেছেন মাস ছয়েক আগে। তারপর পাবনায় একটি বেসরকারি স্কুলে আয়া পদে চাকরি নিয়ে কোনমতে সংসার টানছেন তিনি। সম্প্রতি কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন করতে গিয়ে জানতে পারেন তিনি বেঁচে থেকেও মৃত। ভুক্তভুগী সুমিত্রা রাণী বলেন, আমি যখন করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে যাই তখনই জানতে পারি আমার আইডি কার্ডে আমাকে মৃত দেখায়। কিন্তু টিকা দিতে না পারলে আমার তো বেতন বন্ধ হয়ে যাবে। সুমিত্রা রাণীর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন হয় সিরাজগঞ্জে। সার্ভারের ভুল সংশোধনে এক জেলা থেকে আরেক জেলায় ঘুরে ঘুরে তিনি এখন ক্লান্ত। তবে যাচাই বাছাইয়ের পর বিষয়টি সংশোধনের আশ্বাস দিয়েছেন সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার আবুল হোসেন। তিনি বলেন, সুমিত্রা রাণী আমার কাছে একটি আবেদন করেছেন যে তিনি মৃত নন, জীবিত আছেন। আমি সে আবেদনটি নির্বাচন কমিশন অফিসে প্রেরণ করেছি। আশা করি, দ্রুততম সময়ে বিষয়টি সুরাহা হয়ে যাবে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত এনআইডি সংশোধনের মাধ্যমে ভোগান্তির অবসান চান ভুক্তভোগী সুমিত্রা রাণী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply