পানশির দখল নিয়ে তালেবানের সঙ্গে বিরোধীদের তীব্র লড়াই

|

পানশির দখল নিয়ে তালেবানের সঙ্গে বিরোধীদের তীব্র লড়াই

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পানশির উপত্যকার দখল নিয়ে এখনও তীব্র লড়াই চলছে তালেবান ও প্রতিরোধ বাহিনীর মধ্যে।

ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট-এনআরএফ’র মুখপাত্রের দাবি, কাপসিয়া ও পানশির সীমান্ত থেকে পিছু হটেছে তালেবান। পুরো উপত্যকায় এখনও শক্ত অবস্থানে প্রতিরোধ বাহিনী এমন দাবি তাদের।

অন্যদিকে তালেবান বলছে, প্রাদেশিক রাজধানী বাজারাকের চারদিকে পুঁতে রাখা স্থলমাইন ধ্বংস করে এগিয়ে চলেছে তারা। শনিবারও ছড়িয়ে পড়ে তালেবানের পানশির দখল নেয়ার খবর। রাজধানী কাবুলে গুলি ছুঁড়ে বিজয় উদযাপন করে সমর্থকরা। এতে কমপক্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে টুইট করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। গুলি ছুঁড়ে উল্লাসের বিরুদ্ধে দেন কড়া নির্দেশনা।

এক ভিডিও বার্তায় তালেবানের বিজয়ের দাবি উড়িয়ে দিয়ে প্রতিরোধ বাহিনীর প্রধান আমরুল্লাহ সালেহ জানান, লড়াই চলছে এবং চলবে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply