বিদেশি সেনা প্রত্যাহার নিয়ে অস্থিরতা শেষে অবশেষে চালু হলো কাবুল বিমানবন্দর। শনিবার শুরু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইটের চলাচল।
আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন এ তথ্য। মূলত ত্রাণ গ্রহণের জন্য জরুরি ভিত্তিতে মেরামত করা হয়েছে রানওয়ে’সহ বিভিন্ন যন্ত্রপাতি, স্থাপনা। আর এ কাজে সহযোগিতা করে কাতারের প্রকৌশলীদের একটি দল। রাজধানী থেকে তিনটি গুরুত্বপূর্ণ শহরে ফ্লাইট পরিচালনা করছে স্থানীয় এয়ারলাইনস। কান্দাহার, হেরাত ও মাজার-ই-শরীফে শনিবারের ফ্লাইট।
আশা, শিগগরিই আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের উপযোগী হবে কাবুল বিমানবন্দর। মার্কিন সেনা ও সহযোগীরা কাবুল ছাড়ার আগে তাদের সব সামরিক যান ধ্বংস করে যায়।
এনএনআর/
Leave a reply