যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নৌ সেনা নিহত হয়েছেন। সান দিয়াগো উপকূলে গত ৩১ আগস্ট ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তারপর থেকেই ওই ৫ সেনা নিখোঁজ ছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে তাদের নিহত ঘোষণা করা হলো। আল জাজিরার একটি খবর এমন তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (৪ আগস্ট) মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গত ৩১ আগস্ট প্রশাস্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর এমএইচ-৬০এস হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিখোঁজদের উদ্ধারে ৭২ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালানো হয়েছে।
গত মঙ্গলবার সান দিয়াগো উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার সময় হেলিকপ্টারটি রুটিন ফ্লাইট অপারেশনের অধীনে ছিল।
ওই দুর্ঘটনায় আরও পাঁচজন নাবিক আহত হয়েছেন। তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলেও মার্কিন নৌবাহিনির তরফ থেকে জানানো হয়েছে।
Leave a reply