এবার সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিরা

|

ছবি: সংগৃহীত

এবার সৌদি আরবে ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। কিন্তু দেশটির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান ও জাজানে এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, শনিবারের এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে এ হামলার জন্য ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অভিযুক্ত করছে সৌদি আরব।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা এসপিএ জানায়, দাম্মাম শহরের নানা এলাকায় ক্ষেপণাস্ত্রের শার্পনেল ছড়িয়ে পড়ে। এতে দুই শিশু আহত এবং ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের দক্ষিণে আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ৮ জন আহত ও একটি বেসামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার চার দিন পর এই হামলা হলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply