সমাজ ও অর্থনীতির আধুনিকায়নের অংশ হিসেবে সৌদি আরবে বেশ কিছু দিন ধরে নেয়া হচ্ছে নানা সংস্কার পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় সিনেমা হল খোলা ও ওপেন কনসার্ট আয়োজনের অনুমোদন দিয়েছে সরকার।
তবে এবার নতুন নিয়ম জুড়ে দেয়া হলো কনসার্টের ক্ষেত্রে। গানের অনুষ্ঠানে গেলেও দর্শকরা মনে আনন্দে নাচতে পারবেন না!
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী ৩০ মার্চ সৌদির আরবের জেদ্দায় বিশাল এক কনসার্টের আয়োজন করা হয়েছে। তাতে অংশ নেবেন মিশরীয় সঙ্গীত তারকা তামির হোসনি। পপ তারকাদের এই মিলনমেলার টিকেট ইতোমধ্যে ফুরিয়েছে।
এই প্রথম কোনো ওপেন কনসার্ট উপভোগ করতে মুখিয়ে আছেন সৌদিবাসী। তবে নাচার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে মঙ্গলবার জারি করা নতুন আদেশের কারণে অনেকে টুইটারে হতাশা প্রকাশ করেছেন।
এক ব্যবহারকারী লিখেছেন, ‘কনসার্টে নাচতে মানা করা সুর্যের নিচে বরফ রেখে গলতে নিষেধ করার মতো হয়ে গেল না?!’
Leave a reply