কাওলা থেকে তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলাচলের জন্য উন্মুক্ত হবে কবে?

|

আগামী বছররের শেষ নাগাদ রাজধানীর কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ সেপ্টেম্বর) সরেজমিনে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, কাজের অগ্রগতি সন্তোষজনক। তহবিলের সমস্যাও কেটে গেছে।

২০২৩ সাল নাগাদ পুরো প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী। এছাড়া, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হলে যানজট ও জনদুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply