১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিন বছরে ইতিহাসের প্রথম দল হিসেবে ব্রাজিল আন্তর্জাতিক ফুটবলে ৩৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল। এরপর ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ব্রাজিলকে ছুঁয়ে ফেলে স্পেন। আর তার এক যুগ পর এই দুই রেকর্ডধারীকেই ছাড়িয়ে গেল ইতালি। সুইজারল্যান্ডের মাঠে প্রতিপক্ষের সাথে জিততে না পারলেও ড্র করেই ব্রাজিল ও স্পেনকে ছাড়িয়ে যায় ইতালি।
রোববার (৫ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করে ইতালি। ইউরোর ফাইনালে সতীর্থদের নৈপুণ্যে জর্জিনহোর ব্যর্থতা ঢাকা পড়লেও এই ম্যাচে ইতালির হতাশার কারণ হয়ে থাকলো তার পেনাল্টি মিস। জর্জিনহোর পেনাল্টি মিসে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত সুইজারল্যান্ডে মাঠ থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পারলো না ইউরোর চ্যাম্পিয়নরা।
ম্যাচে বেশকিছু সুযোগ থাকলেও শেষপর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইতালিকে। তবে সি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট না পেলেও শীর্ষস্থান অক্ষুণ্ণ রয়েছে ইতালির। ৫টি ম্যাচের ৩টিতে জয় ও ২টিতে ড্র করে তাদের পয়েন্ট এখন ১১। অন্যদিকে দুই ম্যাচ কম খেলে ৩টি ম্যাচের ২টিতে জয় ও ১টিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সুইজারল্যান্ড।
Leave a reply