বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো ৪৫ লাখ ৮১ হাজার

|

বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো ৪৫ লাখ ৮১ হাজার

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মহামারিতে ৪৫ লাখ ৮১ হাজার ছাড়ালো প্রাণহানি। রোববারও সাড়ে ৬ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন করোনাভাইরাসে।

দৈনিক মৃত্যুর শীর্ষে ছিলো রাশিয়া। দেশটিতে ৭৯৩ জনের প্রাণহানি লিপিবদ্ধ করা হয় করোনায়। অবশ্য সংক্রমণ শনাক্তে সবার ওপরে ছিলো ভারত। একদিনেই সাড়ে ৩৯ হাজার মানুষের দেহে মেলে ভাইরাসটি।

এদিকে যুক্তরাষ্ট্রে রোববার করোনায় প্রাণ হারান ৩৬৭ জন; শনাক্ত হয় সাড়ে ৩৫ হাজার সংক্রমণ। এদিন মেক্সিকোয় ৬৪৭, ইরানে ৬১০, ইন্দোনেশিয়ায় ৩৯২ ও মালয়েশিয়ায় ৩৩৬ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে। বিশ্বে মোট শনাক্ত ২২ কোটি ১৫ লাখের বেশি সংক্রমণ।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply