তাইওয়ানের আকাশসীমায় রোববার (৬ সেপ্টেম্বর) ১৯টি চীনা যুদ্ধ বিমান প্রবেশের দাবি করেছে তাইপে। খবর বিবিসির।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ফাইটার জেট এবং পারমাণবিক ধারণক্ষমতা সম্পন্ন বোম্বারসহ ১৯টি চীনা সামরিক বিমান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করেছে।
বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি চীন। তবে তাইওয়ান বলেছে, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তারা। চীনা বিমানগুলোকে সতর্ক করতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও দাবি তাদের।
যদিও এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ানের আকাশে চীনা অভিযানের অভিযোগ করে আসছে তাইপে।
এর আগে, চলতি বছরের ২৪ জানুয়ারি এমনই ১৫টি চীনা সামরিক বিমান এডিআইজেড এলাকায় প্রবেশ করে। এরপর ১২ এপ্রিল ২৫টি চীনা যুদ্ধ বিমানের মহড়া দেখে তাইপে।
উল্লেখ্য, ১৯৪০ সালের দিকে একটি গৃহযুদ্ধের মাধ্যমে চীন থেকে আলাদা হয়ে যায় তাইওয়ান। তবে চীন এখনো তাইওয়ানকে নিজেদের সীমানাভুক্ত বলে দাবি করে আসছে। বর্তমানে তাইওয়ানের সেনাবাহিনীর সংখ্যা ৩ লাখ।
Leave a reply