বিগ বস সিজন-১৩ এর জনপ্রিয় মুখ সিদ্ধার্থ শুক্লা চলে গেছেন না ফেরার দেশে। তার জন্য সমবেদনা জানিয়েছেন অসংখ্য ভক্ত ও অনুরাগী। আবার অনেকে তার মৃত্যুর সাথে অন্যান্য প্রসঙ্গ জুড়ে দিয়ে ভিন্ন দিকে ইঙ্গিত করতে চাইছেন। তবে এ সবের কিছুই পছন্দ করছেন না সদ্য প্রয়াত এই অভিনেতার পরিবার। এ নিয়ে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সিদ্ধার্থের পরিবারের পক্ষ থেকে। খবর আনন্দবাজার পত্রিকা।
বিজ্ঞপ্তিতে সিদ্ধার্থের মৃত্যুর পর তার অনুরাগীদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়েছে অভিনেতার পরিবার। সব ধরনের সহযোগিতার জন্য মুম্বাই পুলিশকেও ধন্যবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে তার ভক্তদের প্রতি রাখা হয়েছে একটি অনুরোধ।
বলা হয়েছে, জীবিত থাকতে নিজের ব্যক্তিগত জীবনকে ‘ব্যক্তিগত’ই রাখতে পছন্দ করতেন সিদ্ধার্থ। তাই যেনো অনুরাগীরা তার ব্যক্তিগত জীবন নিয়ে আর বেশি হস্তক্ষেপ না করেন তার অনুরোধ জানানো হয়েছে। ভক্তরা যাতে প্রার্থনার মাধ্যমে সিদ্ধার্থকে বাঁচিয়ে রাখেন সে অনুরোধও ছিল বিজ্ঞপ্তিতে।
এদিকে, আজ স্থানীয় সময় বিকেল ৫টায় জুমে সিদ্ধার্থের জন্য একটি প্রার্থনাসভার আয়োজন করে তার পরিবার। সেখানে তার ভক্তদের যুক্ত হওয়ার সুযোগও ছিল। সিদ্ধার্থের পরিবারের পক্ষ থেকে এখন একটিই আবেদন, যাতে তার জীবনের কোনো অংশকে অতিরঞ্জিত না করে তার জন্য প্রার্থনা করা হয়।
Leave a reply