কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে র্যাব-১৫।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার সময় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলো, হেলাল উদ্দিন (২০) ও মো. ইসমাইল (২৫)। এরা টেকনাফের দুর্ধর্ষ ডাকাত ফরিদুল আলম গ্রুপের সদস্য বলে জানিয়েছে র্যাব।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী পাহাড়ের জুম্মাপাড়ায় দুর্ধর্ষ ডাকাত ফরিদুল আলম গ্রুপের সদস্যরা অপরাধমূলক কাজের পরিকল্পনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল আজ সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে হ্নীলা রঙ্গীখালী জুম্মাপাড়া পাহাড়ে অভিযান চালালে, র্যাবের উপস্থিতি বুঝতে পেরে ছত্রভঙ্গ ৬/৭ জন সশস্ত্র ডাকাত পাহাড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ২ ডাকাতকে আটক করে র্যাব সদস্যরা। অন্যান্য ডাকাতরা পাহাড়ে পালিয়ে যায়।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ একটি এসবিবিএল, ৪টি ওয়ানশুটার গানসহ ৫টি অবৈধ আগ্নেয়াস্ত্র। উক্ত ডাকাত গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশ এলাকায় ডাকাতি, ধর্ষণ, অপহরণ, অস্ত্র ও মাদক ব্যবসা, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত। ডাকাত ফরিদুল আলম গ্রুপ শুধু ডাকাতিই নয়, তারা রোহিঙ্গা ক্যাম্পে অন্যান্য ডাকাত গ্রুপের সাথে যোগাযোগ রক্ষা করে অস্ত্র ও গোলাবারুদ যোগান দিয়ে আসচ্ছিল।
বিভিন্ন ব্যক্তিকে অপহরণের পর অপহৃতর পরিবার থেকে মুক্তিপণ আদায় করাই ছিল ডাকাত গ্রুপের নিয়মিত ঘটনা। তিনি আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান।
Leave a reply