যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে মা ও শিশুসহ নিহত ৪

|

ছবি- সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বন্দুকধারীর গুলিতে মা ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও তার তিনমাস বয়সী এক শিশু ছিলো বলে জানা যায়। খবর রয়টার্স।

ব্রায়ান রিলে (৩৩) নামের বন্দুকধারীর গুলিতে ১১ বছর বয়সী এক শিশুও মারা গেছে। শিশুটির দেহে সাতটি বুলেটের চিহ্ন শনাক্ত করেছে পুলিশ। নৃশংস এ হত্যাকান্ডের পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে হামলাকারী।

আত্মসমর্পণের আগে পুলিশের সাথে গুলি বিনিময় হয় তার। সংবাদ সম্মেলনে কাউন্টি শেরিফ গ্র্যাডি জুড বলেন, পুলিশের সঙ্গে গোলাগুলির সময় তিনি গুলিবিদ্ধ হন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

তদন্তকারী দল জানিয়েছে, রিলে এর আগে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন। বর্তমানে তিনি একজন দেহরক্ষী ও নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন।

রিলের বান্ধবী তদন্তকারী দলকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন রিলে। মেরিন থেকে অবসরের পর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। প্রায় এক সপ্তাহ আগে রিলের মানসিক স্বাস্থ্য আরো খারাপ হয়ে যায়। তিনি তার বান্ধবীকে প্রায়ই বলতেন, ইদানিং ইশ্বরের সঙ্গে আমার কথা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply