বাংলাদেশের জন্য দুঃখ আর ভারতের জন্য লজ্জার: সীমান্ত হত্যা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী

|

সাক্ষাৎকার প্রদানকালে পররাষ্ট্র মন্ত্রী ড. এম আবদুল মোমেন।

সীমান্তে বিএসএফ এর গুলিতে নিয়মিত বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এম আব্দুল মোমেন। এসময় তিনি বলেন, সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য দুঃখের আর ভারতের জন্য লজ্জার। লন্ডনে বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকার প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) বিবিসি বাংলায় পররাষ্ট্রমন্ত্রীর এ সাক্ষাৎকারটি প্রচারিত হয়।

এ সময় এক প্রশ্নের জবাবে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানের নীতি ও আচরণের ওপর নির্ভর করবে বাংলাদেশ তাদের স্বীকৃতি দেবে কিনা। এ সময় আফগানিস্তান ছাড়াও ঢাকা-দিল্লি সম্পর্ক এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থবিরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন ড. মোমেন।

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সত্যি যে গত চার বছরে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি। এর পশ্চাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ না থাকাকেই দায়ী করেন তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply