করোনা: দেশব্যাপী শুরু হয়েছে দ্বিতীয় ডোজ গণটিকা

|

করোনা: দেশব্যাপী শুরু হয়েছে দ্বিতীয় ডোজ গণটিকা

ছবি: সংগৃহীত

দেশব্যাপী শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ গণটিকা কার্যক্রম। সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভিড় দেখা যায়। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে আসেন অনেকে।

ঢাকায় প্রতিটি কেন্দ্রে ৭শ’ জনকে টিকা দেয়া হচ্ছে আজ। ১ মাসের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ পেয়ে খুশি তারা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রথম ডোজ নেওয়া দুইদিনের মানুষ একদিনে আসায় কেন্দ্রে চাপ বেড়েছে। সবাইকে শৃঙ্খলা মেনে টিকা নেওয়া আহ্বান তাদের। ইতোমধ্যে যারা প্রথম ডোজ নিয়েছেন শুধু তাদেরকেই দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। ৮ ও ৯ সেপ্টেম্বরও চলবে এ কার্যক্রম। প্রথম ডোজ নেয়া কেন্দ্রেই নিতে হবে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply