ইসরায়েলের জেল থেকে ৬ ফিলিস্তিনি পালানোয় এবার মিছিল করেছে গাজাবাসী

|

ইসরায়েলের জেল থেকে ৬ ফিলিস্তিনি পালানোয় এবার মিছিল করেছে গাজাবাসী

ছবি: সংগৃহীত

ইসরায়েলি কারাগার থেকে ৬ ফিলিস্তিনি পালানোর ঘটনায় মিষ্টি বিতরণের পর এবার মিছিল করেছে গাজাবাসী। সোমবার পতাকা হাতে রাস্তায় নামে হাজারো মানুষ।

এসময় তারা ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন। প্রতিবাদ জানান, গাজা এবং পশ্চিমতীরে ইসরায়েলি সেনাদের অভিযানের। বলেন, যে ৬ জন ইসরায়েলের কাড়া নিরাপত্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়েছে তারা বর্তমান এবং সাবেক সব বন্দিদের প্রতিনিধিত্ব করেছে।

বার্তা সংস্থা এপি জানায়, জেল পালানো ৬ কয়েকদিন মধ্যে চার জনের ছিলো যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ফাতাহ আন্দোলনের কারণে ২০১৯ সা ইসরায়েলের হাতে আটক হন একজন।

সোমবার ইসরায়েলি নিরাপত্তাবাহীনির চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় টয়লেটের স্লাব ভেঙে টানেল দিয়ে পালিয়ে যায় আসামিরা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply