৩ লাখ সরকারি শূন্যপদে শিগগিরই নিয়োগ: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

|

ফাইল ছবি।

৩ লাখ সরকারি শূন্যপদে শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনাকালে চাকরিপ্রার্থীদের ক্ষতি পোষাতে বয়স শিথিল করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ের ‘বিএসআরএফ’ আয়োজিত এক সংলাপে তিনি এসব তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, চলতি বছরে ৩টি বিসিএসের মাধ্যমে ১০ হাজারের বেশি ক্যাডার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও সরকারের মেগাপ্রজেক্টগুলো বাস্তবায়নে দেশ বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে কর্মকর্তাদের যোগ্যতম করে গড়ে তোলা হয়েছে। বিজি প্রেসের যুগোপযোগী করায় কাজের মান ভাল হয়েছে, এতে পরীক্ষার প্রশ্ন ফাঁসও বন্ধ করা গেছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি কর্মকর্তাদের অনেক সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, তাই কেউ অন্যায় কাজ করলে ছাড় দেয়া হবে না। ৩ বছর পর পর সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দেয়ার কথা এবং দেয়া উচিৎ বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply