জাস্টিন ট্রুডোকে পাথর নিক্ষেপ ক্ষিপ্ত জনতার

|

ছবি: সংগৃহীত

বিশ্বে বর্তমানে জনপ্রিয় রাজনৈতিক নেতাদের মধ্যে একজন হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে সোমবার (৭ সেপ্টেম্বর) একটি ক্যাম্পেইন চলাকালে তাকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারেন বিক্ষোভকারীরা। খবর সিটিভি নিউজের।

এ ঘটনায় আহত হননি বামপন্থী লিবারেল পার্টির এই নেতা। তিনি জানান, পাথরটি তার কাঁধে এসে লাগে। ওই একই সময় গণমাধ্যমের কর্মীদের লক্ষ্য করেও পাথর ছোঁড়া হয় বলে জানান তিনি।

এর আগে, ২০১৬ সালে তার ওপর এক নারী কুমড়োর বীজ ছুঁড়ে মেরেছিলেন। সোমবারের এই ঘটনাকে জাস্টিন তার সাথেই তুলনা করেন।

মূলত, গত আগস্টের মাঝামাঝিতে আগাম নির্বাচনের ডাক দেন ট্রুডো। আশা ছিল, তার বামপন্থী লিবারেল পার্টিই জয়ী হবে এই নির্বাচনে। তবে কানাডায় করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা এবং অন্যান্য বিধি-নিষেধের কারণে জনগেণের ক্ষোভের মুখে পড়েন তিনি, ব্যহত হয় নির্বাচনী প্রচারণাও।

গত মাসে কানাডার সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, সব সরকারি কর্মকর্তাকে আগামী অক্টোবরের মধ্যে ভ্যাকসিন নিতে হবে। অন্যথায়, তাদের চাকরিও হারাতে হতে পারে বলে জানানো হয়। এতেই অসন্তোষ প্রকাশ করেন দেশটির জনগণের একাংশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply