কাজে মনোযোগ বাড়াতে কর্মীদের ১০ দিনের ছুটি দিলো এক ভারতীয় সংস্থা

|

ছবি: সংগৃহীত

কর্মীদের মানসিক স্বাস্থ্য ফেরাতে ১০ দিন ছুটি ঘোষণা করলো ভারতীয় সংস্থা ‘মেসো’। ৪ নভেম্বর থেকে ১৪ তারিখ পর্যন্ত টানা ১০ দিন ছুটি পাবেন এই সংস্থার কর্মীরা। সমস্ত ভারত জুড়ে সংস্থাটির প্রায় এক হাজার কর্মী এই ছুটি পাবেন। বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার পত্রিকার।

এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসটি ভারতে একটি উৎসবের মৌসুম। এ সময় নানা উৎসবে মেতে থাকে ভারতবাসী। এ সময়ে কর্মীদের ওপর কাজের চাপও থাকে অনেক বেশি। তাই তাদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে এই ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্থাটি বলছে, মন ভালো না থাকলে কর্মীদের কাজেও মন বসে না। এর প্রভাব পড়ে সংস্থার ওপরই। তাই সব মিলিয়ে ছুটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মেসো।

মেসো মূলত একটি অনলাইন সংস্থা। ২০১৬ সালে ভিদিত আত্রে এবং সঞ্জীব বার্নওয়াল নামের দুই উদ্যোক্তা এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের মুনাফা অর্জনের সুযোগ করে দিয়েছে সংস্থাটি। ২০১৯ সালে সংস্থার সম্পত্তির পরিমাণ ছিল ১২ কোটি ৫০ লাখ ডলার। ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ডলারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply