মন্ত্রিসভায় যে পদ পেলেন তালেবান প্রতিষ্ঠাতার ছেলে

|

ছবি: সংগৃহীত

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মন্ত্রিসভা ঘোষণা করেছে তালেবান। দলের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বহুল আলোচিত নেতা মোল্লা আবদুল গনি বারাদার।

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব পেয়েছেন প্রতিরক্ষামন্ত্রির পদ। এর আগে ইয়াকুব ছিলেন তালেবানের সামরিক বাহিনীর কমান্ডার।

মঙ্গলবার কাবুলে এক সংবাদ সম্মেলনে কয়েকজন নেতার নাম ঘোষণা করেছে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। মন্ত্রিসভার অন্যান্য সদস্যের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান মুজাহিদ।

উল্লেখ্য, মোল্লা ওমরের নেতৃত্বে আফগানিস্তানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করেছিল তালেবান। বিদেশি বাহিনীর আক্রমণে আফগানিস্তানের দখল হারায় দলটি। তবে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের মাটি ছেড়েছে বিদেশি শক্তি। এরপরই আফগানিস্তানের দখল এখন তালেবানের হাতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply