বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তারিখ ঘোষণা করা হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নভেম্বর।

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি এক বৈঠকে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

এর আগে গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে আগামী ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নভেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু গত ২২ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করে বুয়েট। সেদিন এক বিজ্ঞপ্তিতে বুয়েট জানায়, প্রাথমিক বাছাই পরীক্ষার অন্তত ১০ দিন আগে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply