আফগানিস্তানে ঘোষিত অন্তর্বর্তী সরকারকে এখনই অনুমোদন দেয়াটা বোকামি, এই সরকার কতদিন স্থায়ী হয় সেটাই দেখার বিষয়। এ মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আফগানিস্তানে ঘোষিত সরকারকে এখনই অনুমোদন দিচ্ছে না তুরস্ক। কারণ, এটি অন্তর্বর্তীকালীন সরকার, স্থায়ী সরকার কাঠামো নয়।
এসময় তিনি আরও বলেন, কতদিন এই সরকার তার কার্যক্রম চালিয়ে যেতে পারে, সেটাই দেখার বিষয়। সতর্কতার সাথে বিবেচনা করা হবে এই সরকারকে।
এই সরকার আফগানদের জন্য ভালো প্রমাণিত হোক এমনটিও প্রত্যাশা করেন তিনি।
Leave a reply