পরীমণির রিমান্ড নিয়ে তদন্ত কর্মকর্তা আপিল বিভাগের নির্দেশনাকে অশ্রদ্ধা করেছেন: হাইকোর্ট

|

ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির রিমান্ড নিয়ে তদন্ত কর্মকর্তা আপিল বিভাগের নির্দেশনাকে অশ্রদ্ধা করেছেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বুধবার (৮ সেপ্টেম্বর) চিত্রনায়িকা পরীমণিকে দফায় দফায় রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে লিখিত আদেশে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেছেন।

লিখিত আদেশে হাইকোর্ট বলেছেন, উচ্চ আদালতের নির্দেশনা ভঙ্গ করে তদন্তকারী কর্মকর্তা পরীমণিকে তিনবার রিমান্ডে নিয়েছেন, যেখানে প্রথমবারই রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার যথেষ্ট সময় পেয়েছেন।

হাইকোর্ট আরও বলেন, পুলিশ ডিপার্টমেন্টের বোঝা উচিত, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান। আইনি ভিত্তি ছাড়া পুলিশ রিমান্ড চাইতে পারে না। অথচ এ মামলায় পুলিশ তাকে তিনবার রিমান্ডে নিয়েছে, যা ফৌজদারি বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply