দেশ ছেড়ে যাওয়া কর্মকর্তাদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মোল্লাহ্ হাসান আখুন্দ। বুধবার আল জাজিরাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আবারও অঙ্গীকার করেন সাধারণ ক্ষমার।
যারা যুক্তরাষ্ট্র’সহ বিদেশিদের সাথে কাজ করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। হাসান আখুন্দ জোর দাবি করেন, প্রতিহিংসার শিকার হবেন না কেউ। দূতাবাস, কূটনৈতিক ও ত্রাণ সংস্থাগুলোর নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসও দেন নতুন আফগান প্রধানমন্ত্রী।
মোল্লাহ হাসান আখুন্দ বলেন, প্রতিবেশি দেশগুলো’সহ আন্তর্জাতিক মহলের সাথে সুসম্পর্ক গড়তে চায় আফগান সরকার। জনগণের প্রতি তালেবান সরকার দায়বদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
এনএনআর/
Leave a reply