পানশিরেই আছেন প্রতিরোধ বাহিনীর নেতারা: তাজিকিস্তানের আফগান রাষ্ট্রদূত

|

পানশিরেই আছেন প্রতিরোধ বাহিনীর নেতারা: তাজিকিস্তানের আফগান রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

দেশেই আছেন পানশিরের নেতা আহমেদ মাসুদ ও আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। এমন দাবি করেছেন তাজিকিস্তানে ক্ষমতাচ্যুত আফগান সরকারের রাষ্ট্রদূত জহির আঘবর।

বুধবার দুশানবেতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সালেহসহ প্রতিরোধ বাহিনীর সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে তার। জোর দিয়ে বলেন, দেশ ছেড়ে পালাননি নেতারা। বরং নিরাপত্তাজনিত কারণে আত্মগোপনে রয়েছেন। এখনও প্রতিরোধ বাহিনীর লড়াই অব্যাহত বলেও জানান আশরাফ ঘানি সরকারের কূটনীতিক।

আগস্টের মাঝামাঝি পুরো আফগানিস্তানের দখল নিলেও তালেবানের নিয়ন্ত্রণমুক্ত ছিল পানশির উপত্যকা। গেল সোমবার অঞ্চলটি বিজয়ের ঘোষণা দেন তালেবান মুখপাত্র। তবে হার স্বীকার করেনি প্রতিরোধ বাহিনী।

তাজিকিস্তানে আফগান রাষ্ট্রদূত লেফটেন্যান্ট জেনারেল মো. জহির আঘবর বলেন, প্রতিরোধ বাহিনীর অভিধানে পালানো শব্দটি নেই। তাদের যদি পালানোর পরিকল্পনা থাকতো, তাহলে শুরুতেই তা করতেন। প্রেসিডেন্ট আশরাফ ঘানির মতো নন তারা। দেশ ও জনগণের জন্য অনুভূতিশীল তারা। আমরুল্লাহ সালেহ’র সাথে নিয়মিতই যোগাযোগ হয়। তিনি পানশিরেই আছেন আর দেশ পরিচালনা করছেন। তালেবান শিগগিরই বুঝতে পারবে পানশির কি!

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply