বছরখানেক আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ছুটি পাচ্ছেন না জাতীয় দল থেকে। সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে থাকবেন ধোনি।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে বিশ্বকাপের জন্য ভারতের নতুন দল ঘোষণার ঠিক পরপরই জানানো হয়েছে এমন খবর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মেন্টর হতে রাজি হয়েছেন। আর এতে সবাই খুব খুশি। অধিনায়ক কোহলি ও সহ-অধিনায়কও রোহিতও এতে খুশি বলে জানিয়েছেন জয়।
ধোনির হাত ধরেই ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছিল ভারত। পরে ধোনির নেতৃত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছে ভারত।
২৪ অক্টোবর ভারত দলের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করবে তারা।
Leave a reply