‘কিছু জঘণ্য মানুষ আশ্রয়ণ প্রকল্পের ঘর ইচ্ছাকৃতভাবে ভেঙে তা প্রচার করেছে’

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

কিছু জঘণ্য মানুষ আশ্রয়ণ প্রকল্পের ঘর ইচ্ছাকৃতভাবে ভেঙে তা প্রচার করেছে। গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় একথা বলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সভায় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো বলেই মহামারি মোকাবেলা সম্ভব হয়েছে। মহামারিতে শুধু সরকারি কর্মকর্তা নয়, চিকিৎসক, পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের কর্মীরাও জীবন বাজি রেখে জনগণের পাশে দাঁড়িয়েছে। যারা দেশের উন্নয়নের সমালোচনা করছেন তাদের অতীতের বাংলাদেশের কথা ভেবে দেখার আহ্বানও জানান শেখ হাসিনা।

এসময় আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই দলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতিসংঘের আসন্ন অধিবেশনে বাংলাদেশের যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সকালে গণভবনে শুরু হওয়া এই সভা চলে দুপুর পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply