‘কোভিড-১৯’ পরিস্থিতিতে শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসনের উপায় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষ ক্যালেন্ডারের শরৎকালীন ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। আজ (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তবে দুর্গাপূজা উপলক্ষ্যে ২০২১ সালের ১২-১৫ অক্টোবর, লক্ষী পূজা উপলক্ষ্যে ১৯ অক্টোবর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর ও যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষ্যে ২৫ ডিসেম্বর-এর ছুটি যথারীতি বহাল থাকবে।
উল্লেখ্য, করোনা মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম। এরপর অনলাইনে ধাপেধাপে কার্যক্রম শুরু হলেও অনেকটাই পিছিয়ে পড়ে শিক্ষার্থীরা। বেশীরভাগ বিভাগই অনলাইনে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নেয়। কিছু বিভাগ সশরীরেও পরীক্ষা নেয়া শুরু করেছে। আগামী ১৫ সেপ্টেম্বরের পর জানা যাবে কবে খুলছে বিশ্ববিদ্যায়টির হল।
Leave a reply