দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৬ হাজার ৭৯৪ জনের। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৫২ জনের। দুই মাসের বেশি সময়ের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন মৃত্যু। এর আগে গত ১৫ জুন করোনায় একদিনে ৫০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫৮ জনের মধ্যে ৩৫ জন পুরুষ আর ২৩ জন নারী। এই সময়কালে করোনা শনাক্তের হার ৮.৭৬ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৪১টি।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৮৮ জনের। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৬১৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রামে বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৮ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছেন। বরিশাল এবং ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর কোনো তথ্য রেকর্ড হয়নি।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Leave a reply