প্রতিশ্রুতি রক্ষা করলে তালেবানের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র

|

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, ছবি- সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, তালেবান সরকার প্রতিশ্রুতি রক্ষা করলে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিনকেন এই কথা বলেছেন। খবর, সিএনএন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আফগানিস্তানে যা অর্জন করার কথা ছিলো তা করেছে। মূল লক্ষ্য ছিল আল-কায়েদা দমন করা। ওই সংগঠনটিকে ব্যাপকভাবে প্রতিহত করা হয়েছে।

ব্লিনকেন আরো বলেছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র ভবিষ্যত সরকারের সাথে কাজ করবে যদি তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে। বিশেষ করে সন্ত্রাসবাদ মোকাবেলা, মানবাধিকার ও সংখ্যালঘুদের অধিকারকে সম্মান করবে তখন যুক্তরাষ্ট্র ভবিষ্যত সরকারের সঙ্গে কাজ করবে। 

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির দেশ ছাড়ার সময় সহযোগিতা করেছেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি সরাসরি না বলে দেন। তিনি এ বিষয়ে কিছু জানতেনও না বলে জানান টোলো নিউজকে দেওয়া সাক্ষাতকারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply