অনুমতি ছাড়া আফগানিস্তানে বিক্ষোভ-আন্দোলন নিষিদ্ধ; দেয়া যাবে না তালেবান সরকার বিরোধী শ্লোগানও। নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত প্রথম ডিক্রিতে জারি করা হয় এই বিধিনিষেধ।
স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি ডিক্রিতে জানান, বিক্ষোভের অনুমতি পেলেও নিপীড়নমূলক ভাষা ব্যবহার করা যাবে না। মূলত দেশের নিরাপত্তা নিশ্চিতেই এ আদেশ, বলে জানিয়েছেন তিনি।
এর আগে, শতভাগ পুরুষ সদস্য নিয়ে গঠিত তালেবান সরকার কাঠামোর বিরুদ্ধে বিক্ষোভ করেন দেশটির নারীরা। তাদের দাবি, সরকারে অবশ্যই নারী নেতৃত্ব থাকতে হবে; নতুবা সেটি মানবে না আফগানরা।
এ সময় মারধোরের মাধ্যমে আন্দোলন ছত্রভঙ্গ করে দেয়া হয়, এমন অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। একই দিন, আফগান নারীদের ক্রিকেট খেলাও নিষিদ্ধের ঘোষণা দেয় তালেবান সরকার।
/এম ই
Leave a reply