বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না চিনি

|

চিনির বাজারে চলছে নৈরাজ্য। দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামেও মিলছে না চিনি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা। আর প্যাকেটজাত চিনির জন্যে ৮০ টাকা গুনতে হচ্ছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ব্যবসায়ীদের সাথে সভা করে চিনির দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সভার সিদ্ধান্ত অনুসারে, প্রতি কেজি খোলা চিনি বিক্রির কথা ৭৪ টাকা, আর প্যাকেট জাত চিনি দাম ৭৫ টাকা। আর্ন্তজাতিক বাজারমূল্য ও স্থানীয় উৎপাদন ব্যায় বিবেচনায় এনে এই মূল্য নির্ধারণ করা হয়।

তবে বিক্রেতারা বলছেন, নতুন দরে চিনি পেলেই তারা দাম কমাতে পারবেন। এখনও তারা আগের আনা চিনি বিক্রি করছেন। ফলে বাধ্য হয়েই চিনি বিক্রি করতে হচ্ছে বেশি দামে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply