যেকোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে আফগানিস্তানের পুরো ব্যবস্থা: জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত

যেকোনো মুহূর্তে আফগানিস্তানের পুরো ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে জানিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক সহায়তা বিভাগের প্রধান জানান, একদিকে পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোতে আটকা পড়েছে আফগানিস্তানের প্রায় ১০ বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ। ফলে চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটি।

এ অবস্থায় ব্রিকস সম্মেলনে আফগানিস্তানকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। জাতিসংঘ বলছে, এখনই আফগানিস্তানে অর্থ সহায়তা না করা হলে, ধসে পড়বে দেশটির পুরো ব্যবস্থা।

ইউএনএএম প্রধান ডেবোরাহ লিওন্স বলেন, কোটি কোটি ডলারের তহবিল আটকে আছে বিভিন্ন দেশে। অতিসত্বর যদি এই অর্থের ছাড় না দেয়া হয় তাহলে খাদ্য, ওষুধসহ অন্যান্য অবকাঠামোগত খাতে চরম সংকট দেখা দেবে আফগানিস্তানে।

তিনি আরও বলেন, এখনই যদি ব্যবস্থা না নেয়া হয়, তাহলে পরিস্থিতি এতটাই খারাপ হবে যে, সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগই থাকবে না। যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply