ঢাকায় ৭ই মার্চের সমাবেশের মিছিলের মধ্যে বাংলামোটরে এক কলেজছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় তার বাবা রমনা থানায় মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ওই মামলায় অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অনাদি রঞ্জন বৈরাগী বাদী হয়ে রমনা মডেল থানার মামলা করেন।
গতকাল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, ৭ মার্চ আওয়ামী লীগের সমাবেশস্থলের বাইরে নারী লাঞ্ছিত হওয়ার মতো কিছু ঘটে থাকলে তার জন্য দল নয়, সরকারকে দায়ী।
অপরদিকে নারী দিবসের এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বাংলামোটরে নারী শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে চলাকালে আশেপাশের বিভিন্ন সড়কে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন বেশ কয়েকজন তরুণী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় ওঠেছে।
Leave a reply