ক্রিশ্চিয়ানো রোনালদো ও কোহলিকে সর্বকালের সেরা লিখে টুইট করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু আনন্দবাজার পত্রিকা লিখেছে দুই ছাগল।
ল্যাঙ্কশায়ার ক্রিকেট ক্লাব একটি টুইট বার্তায় জানায়, এই মুহূর্তে ম্যাঞ্চেস্টারে অবস্থান করছেন বিরাট কোহলি ও রোনাল্ডো। দুই তারকাই ফিটনেসের ব্যাপারে অত্যন্ত সচেতন। ৩৬ বছর বয়সেও একজন অবিশ্বাস্য রকমের ফিট। আরেকজন উইকেটের মাঝে দৌড়ে চমকে দেন সবাইকে।
পরবর্তীতে টুইটটি রিটুইট করে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা লিখে, এক শহর, দুই গোট ( goat)। রোনালদো সাথে কোহলিকেও সর্বকালের সেরা অর্থাৎ গ্রেটেস্ট অব অলটাইম হিসেবে মেনে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
কিন্তু আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, “দুই ছাগল এক সঙ্গে শহরে, ফুটছে ম্যাঞ্চেস্টার।” মুদ্রণজনিত ভুল মনে হলেও একাধিকবার এই শব্দটি ব্যবহার করেছে পত্রিকাটি। এ ধরনের শব্দ চয়ন নেট দুনিয়ায় যেমন হাসির উদ্রেক করেছে তেমনিভাবে তাদের অনুবাদপ্রক্রিয়া ও সংবাদ পরিবেশনকে প্রশ্নের মুখে ফেলেছে।
Leave a reply