ব্রাজিলের সেই আট ফুটবলার খেলতে পারবেন প্রিমিয়ার লিগে

|

ছবি: সংগৃহীত

রেড জোনভুক্ত দেশ হওয়ায় ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে আন্তর্জাতিক ম্যাচ খেলার ছাড়পত্র দেয়নি ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। এ নিয়ে কনমেবল অঞ্চলের দেশগুলো অভিযোগ জানায় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার কাছে। এতে পাঁচ দিনের জন্য প্রিমিয়ার লিগে খেলার নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছিল এসব দেশের খেলোয়াড়রা।

এবার লিগে তাদের খেলা নিয়ে ধোঁয়াশা পরিষ্কার করলো প্রিমিয়ার লিগের দলগুলো। এসব দেশের ফুটবল সংস্থার সাথে দরকষাকষির মাধ্যমে তাদের খেলা নিয়ে শঙ্কার মেঘ কাটিয়ে উঠে লিগ কর্তৃপক্ষ। খবর গোল নিউজের।

নিষেধাজ্ঞা কার্যকর হলে সবচেয়ে ক্ষতির মুখে পড়তো ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল ও চেলসির মত দলগুলো। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে পারতেন না চেলসির থিয়াগো সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেড। এ সপ্তাহের খেলায় লিভারপুল মিস করতো তাদের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় আলিসন, ফিরমিনো ও ফ্যাবিনহোকে। এডারসন ও জেসুসের সার্ভিস পেত না ম্যানচেস্টারের আরেক দল ম্যানচেস্টার সিটিও।

এর আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার বিরতি দিলেও দক্ষিন আমেরিকান খেলোয়াড়দের সেসব দেশে যাওয়ার অনুমতি দেয়নি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী রেডজোনভুক্ত এসব দেশ থেকে ফিরে আসলে দশ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হত খেলোয়াড়দের। এ নিয়ে ফিফা যুক্তরাজ্য সরকারের সাথে আলোচনা করলেও ফললাভ হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply