কুমিল্লায় পাথরবাহী ট্রাক চাপায় নিহত ৩

|

ছবি: সংগৃহীত

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় পাথরবাহী ট্রাক চাপায় রিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক, ট্রাকের চালক ও হেলপারসহ ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে রিকশা থেকে নেমে চালককে ভাড়া দিচ্ছিলেন। এ সময় সিলেট থেকে কুমিল্লা অভিমুখী একটি পাথরবাহী ট্রাক ওই রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যায়। এদের মধ্যে রিকশা চালকের বাড়ি ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়ায়। অপর দুই যাত্রীর মধ্যে একজনের বাড়ি হবিগঞ্জ জেলায়।

ময়নামতিক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

নিহতরা হলেন, রিকশাচালক ইসমাইল হোসেন সাগরের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামে, যাত্রী আব্দুল আহাদের বাড়ি হবিগঞ্জ জেলার জুড়ী উপজেলার সাহাপুর এলাকায় এবং অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply