বিক্ষোভ দমনে তালেবানের নিষ্ঠুর পদক্ষেপের নিন্দা জাতিসংঘের

|

সংগৃহীত ছবি

আফগানিস্তানে বিক্ষোভ দমনে তালেবানের নিষ্ঠুর পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ভিন্নমত পোষণকারীদের ওপর তালেবানের ‘ক্রমবর্ধমান সহিংস প্রতিক্রিয়া’র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের দাবি, আফগানিস্তানে সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিক্ষোভে তালেবানের হামলায় চারজনের মৃত্যু হয়েছে।

১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে দেশজুড়ে নারীরা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করছে। তালেবানের সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি, চাবুক এবং গুলি ছুড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রাবিনা শামদাসানি বলেন, আন্দোলনকারী এবং সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ওপর শক্তিপ্রয়োগ বন্ধে তালেবানকে আহ্বান জানানো হচ্ছে। সেই সাথে নির্বিচারে যেন তাদের আটক না করা হয় সেই আহ্বানও রইল।

তালেবানের পুনরুত্থানের পর থেকেই দেশটিতে চলছে বিক্ষোভ। গত বুধবার (৮ সেপ্টেম্বর) থেকে তালেবান অননুমোদিত জনসমাগম বন্ধ ঘোষণা করে। এরপর বৃহস্পতিবার মোবাইল কোম্পানিগুলোকে কাবুলে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দেয় তালেবান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply