১৩ মাসে বছর হয় যে দেশে

|

ইথিওপিয়ার ঐতিহ্যবাহী পোশাকে নারীরা

পৃথিবীর সব দেশে ১২ মাসে বছর গণনা করা হলেও ইথিওপিয়ায় রয়েছে এক আজব নিয়ম। এখানে বছর গণনা করা হয় ১৩ মাসে।

বছরের ১২ মাস ৩০ দিনে গণনা করা হলেও ১৩তম মাস গণনা করা হয় ৬ বা ৭ দিনে। যা নির্ভর করে অধিবর্ষের ওপর।

যিশু খ্রিস্টের জন্মসাল ভিন্নভাবে গণনা করার কারণেই এমনটি ঘটে। ৫০০ খ্রিস্টাব্দে কাথ্যলিক চার্চ খ্রিস্টের জন্মসাল সংশোধিত করলেও ইথিওপিয়ার অর্থোডক্স চার্চ তা করেনি।

বসন্তের সময় নতুন বছর শুরু হয় এখানে। পশ্চিমা ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বরের ১১ তারিখ পয়লা দিন হিসেবে গণনা করা হয়। অধিবর্ষে যা শুরু হয় ১২ সেপ্টেম্বর থেকে।

সময় গণনার পদ্ধতিও ভিন্ন ইথিওপিয়ায়। অন্যান্য দেশে ১২ টা থেকে সময় গণনা শুরু হলেও এই দেশে শুরু হয় ৬ টা থেকে।

ইথিওপিয়া আফ্রিকার একমাত্র দেশ যেটি কখনো অন্য দেশের উপনিবেশ ছিলনা। সৌদি আরবের বাইরে মুসলিমদের প্রথম বসতিও ইথিওপিয়ায়। যা একসময় আবিসিনিয়া নামে পরিচিত ছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply