পশ্চিমা চাপে আজ স্থগিত হতে পারে তালেবান সরকারের শপথ!

|

ছবি: সংগৃহীত

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) টুইন টাওয়ার হামলার বার্ষিকীতে পশ্চিমা চাপে স্থগিত হতে পারে তালেবান সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। তালেবানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের শপথের বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে, ১১ সেপ্টেম্বর ৯/১১’এর ২০তম বর্ষপূর্তিতে তালেবান সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণের দিন ধার্য করা হয়। কিন্তু পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন মহলের চাপে এই তারিখে পরিবর্তন করে কিছুদিন পিছিয়ে অনুষ্ঠানটি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশান সংবাদমাধ্যম তাস এ খবরটি জানিয়েছে।

তালেবান সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে রাশিয়া, চীন ও ইরানসহ ছয় দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

জানা গেছে, শপথ অনুষ্ঠানের জন্য ৯/১১ কে ধার্য করার ঘোষণায় অস্বস্তিতে পড়ে যুক্তরাষ্ট্র। কাতার সরকারের উপর ন্যাটো এবং আমেরিকার জোট চাপ বাড়িয়েছিল, যাতে তারিখটি পরিবর্তন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply