কিম জং উনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের সম্মতি

|

আগামী মে মাসে মুখোমুখি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রতিনিধি দল জানায় এ তথ্য। এসময় দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

গেলো সপ্তাহে উত্তর কোরিয়ায় বিরল সফরের আদ্যপান্ত জানাতে বৃহস্পতিবার হোয়াইট হাউজে পৌঁছায় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি। যার নেতৃত্বে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিচালক শাং ইউ অং। তিনি উত্তর কোরীয় নেতা কিম জং উনের বার্তা পৌঁছে দেন মার্কিন প্রেসিডেন্টের কাছে। পরে আগামী মে মাসে পরমাণু কর্মসূচি বিষয়ক আলোচনায় বসার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। এর আগে এপ্রিল মাসে দুই কোরিয়ার মধ্যে হবে নেতৃত্বস্থানীয় বৈঠক।

এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিচালক শাং ইউই অং বলেন, কিম জং উনের পক্ষ থেকে যে বার্তা নিয়ে এসেছি, তাতে সায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মে মাসে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সাথে মুখোমুখি বৈঠকের ব্যাপারে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির বির্তকিত পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করার ইস্যুতেই হবে আলোচনা। যুক্তরাষ্ট্রের হাত ধরে কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply