প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আজ আবারও অভিষেক হতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর। ওল্ড ট্রাফোর্ডে সকল জল্পনা-কল্পনা থামিয়ে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শুরু থেকেই মাঠে থাকবেন রোনালদো। এছাড়াও একই ম্যাচে অভিষেক হচ্ছে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ম্যান ইউতে যোগ দেয়া ফরাসি ডিফেন্ডার রাফায়েল ভারানের।
শনিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ দুই জনের অভিষেকের বিষয়টি নিশ্চিত করা হয়।
ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার বলেন, সে কেমন ফুটবলার তা বলার অপেক্ষা রাখে না। প্রি সিজনে য়্যুভেন্টাসে ভালো সময় কাটিয়েছে। এমনকি জাতীয় দলেও সে ছিল অপ্রতিরোধ্য।
আন্তর্জাতিক সূচির বিরতির আগে প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলে দুই জয় ও এক ড্র করেছিল ইউনাইটেড। মোট ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নাম্বারে অবস্থান রেড ডেভিলরা।
উল্লেখ্য, প্রায় ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নিজের প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুমের সবচেয়ে বড় চমক হিসেবেই নিজের পুরোনো ঠিকানায় ফিরেছেন রোনালদো। দীর্ঘ ১২ বছর পর সেই পুরোনো ঠিকানায় আজ নতুন করে অভিষেক হতে চলেছে তার।
Leave a reply