‘এমন উইকেটে ১০-১৫ ম্যাচ খেললে ক্যারিয়ার শেষ হয়ে যাবে’

|

ক্রিকেটার সাকিব আল হাসান।

গত দুই সিরিজে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকার উইকেটে ব্যাটসম্যানদের চরম ভোগান্তি দেখেছে ক্রিকেট বিশ্ব। মিরপুরের উইকেটে বাংলাদেশের টপ অর্ডার নিজেদের খুব একটা মেলে ধরতে পারেননি। তবে এধরনের উইকেটে ব্যাটসম্যানরা ভালো করবে না সেটাই স্বাভাবিক বলছেন সাকিব। তবে এখানকার পারফরম্যান্স বিবেচনায় ব্যাটসম্যানদের মূল্যায়ন করতে চান না সাকিব আল হাসান।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

সাকিব আল হাসান বলেন, ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই পারফরম্যান্স হিসেবে না ধরাই ভালো। যদি কোনো ব্যাটসম্যান এমন উইকেটে ১০-১৫টা ম্যাচ খেলে তাহলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তবে বর্তমানে যারা দলে আছে সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে।

উইকেট নিয়ে সমালোচনা থাকলেও শেষ তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার টনিক হবে বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অভিজ্ঞতা তারুণ্যের মিশ্রণে দল ভালো হয়েছে বলে মত দেন সাকিব। বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি থাকলেও ওমানের ক্যাম্প তা পুষিয়ে দিতে পারে বলে বিশ্বাস বিশ্বসেরা অলরাউন্ডারের।

সাকিব আরও বলেন, আমরা যদি ভালো ভাবে শুরু করতে পারি সেটা আমাদের পরের ম্যাচগুলোতে আত্মবিশ্বাস দিবে। প্রথম রাউন্ড ভালোভাবে শেষ করতে পারলে মূল পর্বে আমাদের সেরা পারফরম্যান্সের দেয়ার চেষ্টা করতে পারবো।

বিশ্বকাপের ১৫-১৬ দিন আগে ওমানের ক্যাম্প, আর বাছাইপর্বের ম্যাচ ঘাটতি পুষিয়ে দেবে বিশ্বাস সাকিবের। বিশ্বকাপের আগে নিজের ও মোস্তাফিজের আইপিএল মিশন বাড়তি প্রেরণা হবে গোটা দলের জন্য।

আইপিএল প্রসঙ্গে সাকিব বলেন, আমরা দু’জন যেহেতু আইপিএলে খেলবো সেহেতু দু’জনই নিজেদের অভিজ্ঞতা বাকিদের সাথে শেয়ার করতে পারবো। দলগুলোর প্লেয়ারদের মেন্টালিটি কেমন, বিশ্বকাপ নিয়ে তাদের চিন্তা কী, এগুলো আমাদের বিশ্বকাপে কাজে দেবে। তবে আইপিএলে ব্যক্তিগত পারফরম্যান্স যাই হোক জাতীয় দলের হয়ে সেরাটা দিতে চান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply