ভারতের গোরখপুরে বন্যাদুর্গত এলাকায় নৌকা নিয়ে চলছে টিকা কার্যক্রম

|

ভারতের গোরখপুরে বন্যাদুর্গত এলাকায় নৌকা নিয়ে চলছে টিকা কার্যক্রম

ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত এলাকায় নৌকা নিয়েই করোনা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। ভারতের উত্তরাঞ্চলীয় গোরখপুর শহরে দেখা যায় এমন চিত্র।

টানা বন্যায় বেশ কিছুদিন ধরেই পানিবন্দী ওই অঞ্চলের মানুষ। তাই বাসিন্দাদের জন্য সম্ভব হচ্ছে না টিকা কেন্দ্রে যাতায়াত। এনডিআরএফ’র সহায়তায় বন্যা কবলিত ওইসব এলাকায় যান স্বাস্থ্যকর্মীরা।

আগে থেকে দেয়া ঘোষণায় জানিয়ে দেয়া হয় টিকা প্রয়োগের কথা। সময়মতো সেকেন্ড ডোজ পেয়ে আনন্দিত বাসিন্দারা। দেয়া হয়েছে ফার্স্ট ডোজও।

চলতি বছরের মধ্যেই সব প্রাপ্তবয়স্ক নাগরিককে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে ভারত। গড়ে দৈনিক প্রয়োগ করা হচ্ছে প্রায় ৭০ লাখ ডোজ টিকা। এ পর্যন্ত মোট টিকা গ্রহীতার সংখ্যা ৭২ কোটি ৯৭ লাখ ৫০ হাজারের বেশি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply