হল্যান্ড যেন গোলমেশিন

|

ছবি: সংগৃহীত

জার্মান লিগ বুন্দেসলিগায় জয় পেয়েছে দুই জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। বায়ার্ন ৪-১ গোলে বিদ্ধস্ত করেছে আরবি লাইপজিগকে। আর লেভারকুজেনের বিপক্ষে হল্যান্ডের জোড়া গোলে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ডর্টমুন্ড।

৭ গোলের উত্তেজনাপূর্ণ ম্যাচে ৯ মিনিটেই পিছিয়ে পড়ে ডর্টমুন্ড। ৩৭ মিনিটে হল্যান্ডের গোলে সমতায় আসে দলটি। প্রথমার্ধে লেভারকুজেন ২-১ গোলে এগিয়ে থাকলেও শেষমেশ ৪-৩ গোলে ম্যাচটি জিতে নেয় ডর্টমুন্ড। ৭৭ মিনিটে দলের জয়সূচক গোলটিও আসে এই নরওয়ে তারকার পা থেকে।

অন্যদিকে লাইপজিগের বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে প্রথম লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি। ৪৭ মিনিটে জামাল মুসিয়ালা বাভারিয়ানদের হয়ে দ্বিতীয় গোল করেন। আর ৫৪ মিনিটে লেরয় সানে তৃতীয় গোল করেন বায়ার্নের হয়ে। ৫৮ মিনিটে লাইপজিগের হয়ে এক গোল শোধ দেন লাইমার। তবে ম্যাচের ইনজুরি সময়ে চুপো মোটিং স্কোর শিটে নাম তুললে ৪-১ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply